এক পরীক্ষায় প্রশ্ন আসলো । কিভাবে একটা পিপড়া কে মারতে হয়…? প্রশ্নটা ১৫ মার্ক এর।
এক ছেলে উত্তর লেখছেঃ প্রথমে চিনির সাথে মরিচের গুড়া মিশায় রেখে দিতে হবে। পিপড়া সেটা খেয়ে পানি খুজবে চারদিকে। পানির বালতি তে যেয়ে পিপড়া টা পড়ে যাবে,তারপর
সেটা নিজেকে শুকাতে আগুনের কাছে যাবে, আগুনের কাছে আগে থেকেই একটা বোম্ব রাখা লাগবে। বোম্ব ফুটে পিপড়া আহত হয়ে হসপিটাল এ যাবে, তার মুখে অক্সিজেন মাস্ক
দেয়া থাকবে, সেই অক্সিজেন মাস্ক টা খুলে দিলেই পিপড়াটা মরে যাবে।
১৫ মার্ক এর জন্য স্টুডেন্টরা সবইপারে ।