এক লোকের পেশা জালটাকা বানানো । তো টাকা বানাতে বানাতে সে ভুলে ১৪টাকার একটা বানিয়ে ফেলল । তো সে এটা দিয়ে কি করবে চিন্তা করতে এবং বলল , ভাই এই ১৪ টাকার নোটের খুচরা হবে ?? দোকানদার বলল হবে এবং তাকে ১৪ টাকার খুচরা দিয়ে দিল । লোকটা খুচরা নিয়ে আনন্দে গান গাইতে গাইতে বাসায় আসলো এবং দেখলো ঐ দোকানদার তাকে ৭ টাকার দুটি নোট দিয়ে দিয়েছে ।