দুই ভদ্রলোক আলাপ করছে—
প্রথম লোকঃ ভাই, আমার মেয়েটা যা পাকা পেকেছে না! সেদিন দেখি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিপস্টিক লাগাচ্ছে।
দ্বিতীয় লোকঃ তাও তো ভালো, কমই পেকেছে! আমার ছেলেটা তো একেবারে গোল্লায় গেছে! সেদিন দেখি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিপস্টিক মুছছে !
ল্যও ঠ্যলা