ম্যাডাম ক্লাস নিচ্ছে ——
ম্যাডামঃ- অনেক অনেক বছর আগের কথা। তখন মুঘল সম্রাট আকবর-এর শাসন কালছিলো। একদিন তিনি তার বিছানায় শুয়ে ছিলেন। এমন সময় এক ছাত্র
উঠে দাঁড়িয়ে বললোঃ- ম্যাডাম,এই পুলা পিছে থাইকা আমারে খালি খুচাইবার লাগছে
ম্যাডামঃ- আই পুলা, আমি আমার পড়ানোর সময় কোন ডিস্টার্ব চাই না। তাই একদম চুপ চাপ আমার পড়া কানের মইধ্যে হিলায় নাউ । নাইলে কানডা ধইরা বাইর কইরা দিমু।
বুঝছো? যত সব ফাউল পুলাপাইন
ম্যাডামঃ-তো আমরা আমাদের পড়ায় ফিরে আসি। আমি যেন কোথায় ছিলাম?
ছাত্ররা একসাথে বলে উঠলোঃ- ম্যাডাম আকবরের বিছানায় ছিলেন।