মিসেস জেসমিন বাড়িত দোতলায় মিস্ত্রি দিয়ে রং করাচ্ছিলেন। কিছুক্ষণ পর তার মনে হল মিস্ত্রি খুব ধীরে ধীরে কাজ করছে। রান্নাঘর থেকে উপর দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠলেন তিনি, কি, কাজ করছ তো, নাকি ফাঁকি মারছ?
– না, কাজ করছি।
– আমি তো কোন আওয়াজ পাচ্ছি না।
– হাতুড়ি দিয়ে তো আর রং করা হয় না। আওয়াজ পাবেন কীভাবে?