বিডিজোকস্‌.কম (bdjokes.com) – বাংলাদেশের প্রথম বাংলা জোকস্‌ সাইট।

পরীক্ষার ফি মাফ

::পরীক্ষার ফি মাফ করার জন্য লেখা দরখাস্ত::

জনাব,
কথা হইতাছে গিয়া বাপে আমারে ৫০০ টাকা দিছিল ফিস দেওয়ার লাইগা।

১০০ টাকা দিয়া সিনেমা দেখছি,
১৫০ টাকা দিয়া ক্যান্টিনে পার্টি দিছি,
৫০ টাকা আমার নতুন জান পাখির মোবাইলে ফ্লেক্সি পাঠাইছি,
আর ২০০ টাকা বাজিতে হাইরা গেছি… ইংরেজি ম্যাডামের লগে সমাজ স্যারের ইটিশ-পিটিশ চলতাছে, এই লইয়া বাজি ধরছিলাম। কিন্তু ম্যাডামের লগে ইটিশ-পিটিশ তো চলতাছে আপনার।

এখন আপনার কাছে দুইটা রাস্তা খোলা: ফিস মাফ; নাইলে পর্দা ফাঁস!!!

আপনার একান্ত অবাধ্যগত ছাত্র,
বল্টু