আমার এক বন্ধু একটা মেয়েকে খুব ভালোবাসতো… কিন্তু কিছুদিন আগে তার ব্রেকআপ হয়ে গেছে, ব্রেকআপ হবার পর থেকেই তার মনটা ভিষণ খারাপ, সব সময়ই এখনএকটু মন মরা হয়ে থাকে। গতকাল রাতে আমার সেই বন্ধুটা আমাকে একটা মেসেজ দিয়েছে, মেসেজটা পড়ে আমি ভয়ে লাফিয়ে উঠি।
মেসেজটা ছিল এই রকম-
“প্রিয় বন্ধু, এখন আমার হাতে এক বোতল বিষ। আমি মুক্তি পেতে চাই। এতো জ্বালা আমার আর সহ্য হয় না, এতো যন্ত্রনা আর ভাল লাগে না। আমি রাতে ঘুমাতে পারিনা, ঠিক মত খেতে পারি না। সব সময় রুমের ভিতরএকটু বেশি যেন অস্তির থাকি, যেটা আমাকে ভিষণ কষ্ট দেয়। তাই যাচ্ছি…
ইঁদুর মারতে। শুভ রাত্রি!