মেয়েঃ জান আর না।
এইবার ঘুমাতে দাও না। সারারাত তো করলা।
ছেলেঃ আজকে কোনো থামাথামি নাই সারারাত চলবে।
মেয়েঃ আর পারছি না সোনা। আর কত?
ছেলেঃ এতেই tired হয়ে গেছ। মাত্র তো ২০০ বার করলাম।
মেয়েঃ আজকের মত ছেড়ে দাও না জান।
ছেলেঃ OK আর ৫০ টা sms করবো। FREE SMS পাইছি , আজকেই শেষ করতে হবে।