জলিল ভাই কে একবার বলা হলঃ ভাই , অসম্ভব কে সম্ভব করা তো আপনের জন্য এক ক্লিকের কাজ,একটা কাজ কইরা দিবেন?
কি কাজ?…
আমারে এভারেস্টের মাথায় একটা চা-দোকান বানায়া দ্যান। ম্যালা ঠাণ্ডা তো, মুসা ভাইয়ের কাছে গরম গরম চা বেচুম।
: সরি , এটা বেসম্ভব কাজ, আমি শুধু অসম্ভব কাজগুলোই হ্যান্ডেল করি।
: তাইলে অন্য আরেকটা কাজ কইরা দ্যান, দুই নেত্রীরে সংলাপে বসান পিলিজ…।
জলিল ভাই কিছুক্ষণ খিঁচ মেরে চিন্তা করে বললেনঃ : লাল চা বেচবেন, না দুধ চা?