বিডিজোকস্‌.কম (bdjokes.com) – বাংলাদেশের প্রথম বাংলা জোকস্‌ সাইট।

বুঝায় ভুল।

এক প্রফেসর তার সাইকোলজি ক্লাসে এক ছাত্রীকে প্রশ্ন করল, মানুষের শরীরের কোন অঙ্গটা  উত্তেজিত অবস্থায় সাধারন অবস্থা থেকে দশগুন বড় হয়ে যায়।?

মেয়েটি লজ্জায় লাল হয়ে বলল, স্যার এটা আমার পক্ষে বলা  সম্বভ না। তখন একই পশ্ন প্রফেসর একটি ছেলেকে করল।ছলেটি দাড়িয়ে বলল,স্যার চোখের মণি। তখন প্রফেসর মেয়েটিকে বলল,এক নম্বর কথা তুমি পড়াশুনায় যথেষ্ট অমনোযোগী,দুই নম্বর কথা তোমার মানসিকতা অশ্লীল এবং তিন নম্বর কথা হচ্ছে বিয়ের পর তুমি অবশ্যই হতাশ হবে।