বিডিজোকস্‌.কম (bdjokes.com) – বাংলাদেশের প্রথম বাংলা জোকস্‌ সাইট।

পচা ডিম

মালিকঃ আমাদের দোকানে যে পচা ডিমগুল সেগুলো কে কিনলো??
কর্মচারীঃ লিয়াকত সাহেব ।
মালিকঃ গত বছরের পাঁচ কেজি আটা?
কর্মচারীঃ লিয়াকত সাহেব ।
মালিকঃ আর ঐ মেয়াদ শেষ হয়ে যাওয়া সেমাইগুলো?
কর্মচারীঃ লিয়াকত সাহেবই সবনিয়ে গেছেন ।
এমন সময় মালিকের মুখ কালো হয়ে গেল । কপাল দিয়ে ঘাম ছুটতে লাগলো ।
কর্মচারীভয় পেয়ে জিজ্ঞাস করলঃ হুজুর আপনার কি শরীর খারাপ লাগছে? .
মালিক : না, লিয়াকত সাহেবের বাসায় আজ আমার সপরিবারে দাওয়াত আছে।