এক বাউল এক দোকানে এসে দোকানদারকে বলল, ভাই আমারে এক কেজি ডাউল এবং এক কেজি চাউল দেন।
দোকানদার বললো, তা দিচ্ছি কিন্তু আপনি ডালকে ডাউল এবং চাল কে চাউল বলছেন কেন?
বাউল উত্তর দিলো, ভাই – আমি যদি ডালকে ডাউল এবং চাল কে চাউল বলি, তাহলে আমার মত বাউলকে আপনারা কি বলিবেন?