বিডিজোকস্‌.কম (bdjokes.com) – বাংলাদেশের প্রথম বাংলা জোকস্‌ সাইট।

কুরবানী স্টাইল !!!

সকাল বেলা গরু কিনতে আইলাম আমি হাটে
চারিদিকে গরু দেখি দাঁত বাইর কইরা হাসে!

কয়, “কিনতে আইছোস আমারে তুই টাকা আনছোস কতো?”
“টাকা আনবি আমার গায়ে গোশতো আছে যতো!!”

পারমুনা ভাই!
গরু কিনতে গিয়া এখন মন ছাগল চায়।
আশে-পাশে দেখি হেইলা দুইলা উট’ও যায়!
গরু-ছাগলের দামের চেয়ে “হাসিল” চায় বেশি,
গরু কিনবো আমি দেশী!!

দেশী গরু!
একদম সরু!!
গোশতো হইবোনা….দুই কেজি।

ভাইই এইডা গরু…কুরবানী দিমু!
গোশতো খামু….গোশতো খামু….!
গোশতো খামু…….কুরবানী দিমু
গোশতো খামু…খামু…খামু…খামু..খামু!!!!!

কসাই কোথায় পাই? ????
<>
<>

এএএএএএই গরু কিনছি!
এএএএএএএই গরু কিনছি!!
গগগগগ….কুরবানী স্টাইল।!

সবাইকে হাম্বা ঈদ মোবারাক 🙂