Tag: কোথায়?

বলতো জহির, শিক্ষকদের স্থান কোথায়?

শিক্ষকঃ বলতো জহির, শিক্ষকদের স্থান কোথায়?
জহিরঃ কেন স্যার, আমার পেছনে।
শিক্ষকঃ শিক্ষকদের শ্রদ্ধা করতে শেখোনি। তোমার কিছু হবেনা!
জহিরঃ কেন স্যার, আমার বাবা তো প্রায়ই বলেন, তোর পেছনে অত মাষ্টার লাগালাম,

তবু তুই পাশকরতে পারলিনা।

শিলং কোথায়?

ছেলে মনযোগ দিয়ে ভূগোল পড়ছে।পাশের চেয়ারে বাবা খবরের কাগজে ডুবে আছেন।
ছেলে- বাবা, শিলং কোথায়?
বাবা-(মাথা না তুলেই) তোর মাকে জিজ্ঞেস কর্‌।ঘরের কোন জিনিষ কোথায় রাথে আমি জানি?

গাধাটা কোথায় আছে

এক ধোপার গাধা হারিযে গেছে । খুজতে খুজতে সারা দিন পার হয়ে গেছে।বিকেলে ধোপা এক গাছের উপর উঠে চারি দিকে তাকিয়ে খোজার চেষ্টা করছে ।এমন সময় দুজন প্রেমিক প্রেমিকা এসে গাছের নিচে বসলো। প্রেমিক প্রেমিকাকে বলছে, ডার্লিং তোমার চোখে চোখ রেখে আমি গোটা দুনিয়াই দেখতে পাই ।
একথা শুনে ধোপা গাছ থেকে ধপাস করে লাফ দিয় নেমে হাত জোর করে বললো ঐ চোখের দিকে তাকিয়ে আমার হারিয়ে যাওয়া গাধাটা কোথায় আছে বেলে দিন না প্লিজজজজজজজজজজজজ

কোথায় যেন দেখছি

দুই মহিলা এক জায়গায় বসে কথা বলছিলেন । কথা প্রসঙ্গে প্রথম মহিলা দ্বিতীয় জনকে বললেন – আমার স্বামী এতই আত্বভোলা যে বাজারে গেলে মাছ কিনবে তো তরকারী ভুলে আসবে , আর তরকারী কিনবে তো মাছ কিনবে না । এই কথা শুনে দ্বিতীয় মহিলা বললেন – আমার স্বামী আরো বেশী আত্বভোলা । সেদিন বাজারে করতে গিয়েছিলাম । সেখানে অফিস যাত্রী স্বামী আমাকে দেখে বললেন – কিছু মনে করবেন না ম্যাডাম আপনাকে যেন আমার খুব পরিচিতি বলে মনে হচ্ছে এবং কোথায় যেন দেখছি।