বাবা তার ছেলে কে পড়াচ্ছিলেন। বাকি সবাই টিভি দেখছিলেন।
বাবাঃ মাথার ইংলিশ হেড, পা এর ইংলিশ লেগ, নাক এর ইংলিশ নোস, হাত এর ইংলিশ হ্যান্ড। এভাবে শরীর এর সব ইংলিশ পড়াচ্ছিলেন।
ছেলেঃ চিন্তিত হয়ে বাবা নুনুর ইংলিশ কি?
May 09
বাবা তার ছেলে কে পড়াচ্ছিলেন। বাকি সবাই টিভি দেখছিলেন।
বাবাঃ মাথার ইংলিশ হেড, পা এর ইংলিশ লেগ, নাক এর ইংলিশ নোস, হাত এর ইংলিশ হ্যান্ড। এভাবে শরীর এর সব ইংলিশ পড়াচ্ছিলেন।
ছেলেঃ চিন্তিত হয়ে বাবা নুনুর ইংলিশ কি?
May 09
একটি মুরগী তার বাড়ীর পাশের দোকান থেকে ডিম কিনতে গেল,
দোকানদার বলল ভিতরে আসো
ভিতরে যাওয়ার পর দোকানি প্রশ্ন করল,
তুমি আবার ডিম কিনতে আসছো কেন ? তুমি তো নিজেই ডিম পাড়তে পার !
মুরগী উত্তর দিলো, না। আমার হাসবেন্ড কইছে ডিম পাড়লে আমার ফিগার নষ্ট হয়ে যাবে তাই আমি ডিম পাড়ি না।
May 09
নাতি: দাদু তুমি বিড়ি খাওয়া ছাড়লা কেমনে ??
দাদু : ইচ্ছাই সব চেয়ে বড় শক্তি
… নাতি: দাদু তুমি মদ খাওয়া ছাড়লা কেমনে??
দাদু : ইচ্ছাই সব চেয়ে বড় শক্তি
নাতি এইবার সাহস কইরা : দাদু তুমি না ঐ ড্যান্স বারের মেয়েটার সাথে ঘুরতা তারে ছাড়লা কেমনে ??? এইটাও কি
দাদু : আরে নারে , ইচ্ছা ছিল কিন্তু শক্তি নাইরে !!! :
May 09
“বউ হইবো ফুলের মালা
না জানি সে কতো ভালা”
বিয়ের পরঃ
“বউ হইসে গায়ের জ্বালা
এখন বুঝি কতো ঠ্যালা”
May 09
ক মাসে বাসার ফোনবিল অস্বাভাবিকভাবে বেশি এল। বাসায় জরুরি মিটিং বসল।
বাবা বলল, ‘আমি গত মাসে বাসার ফোনটা একবারও ধরিনি। আমি সব ফোন করেছি অফিসের ফোন থেকে।’
তখন মা এসে বলল, ‘আমিও গত মাসে কোনো ফোন বাসা থেকে করেছি বলে মনে হয় না। আমার সমিতির অফিসের ফোনটাই আমি ব্যবহার করি।’
একমাত্র ছেলে এসে বলল, ‘আমার তো বাসা থেকে ফোন করার প্রশ্নই আসে না। কোম্পানি আমাকে মোবাইল বিল দেয়। আমি অফিসের সেই মোবাইল ব্যবহার করি।’
এরপর বাসার কাজের মেয়ে এসে বলল, ‘তাহলে তো কোনো সমস্যাই দেখি না। আমরা সবাই যার যার অফিসের ফোন ব্যবহার করি!