ক্লাসে ঢুকেই শিক্ষক বললেন, ‘আচ্ছা, বলো তো বিদ্যুত্ কোথা থেকে আসে?’ প্রশ্ন শুনে সবাই চুপ। কিছুক্ষণ ভেবে আব্দুলের ছেলের জবাব,
‘স্যার, বিদ্যুত্ আসে আমার মামার বাসা থেকে।’
শিক্ষক অবাক হয়ে বললেন, ‘তোমার মামার বাসা থেকে! তা কীভাবে আসে বলো তো শুনি?’
আব্দুলের ছেলের জবাব—‘স্যার, যখন বিদ্যুত্ চলে যায়, তখন বাবা রাগ হয়ে বলেন, “ ধুর, শালা আবারও বিদ্যুত্ বন্ধ করে দিল!” আমার বাবার শালা তো আমার মামাই হয়, স্যার।’
May 09
বিদ্যুৎ আসে মামার বাসার থেকে
May 09
নতুন শাখা
এক লোক প্রতিদিন একই রাস্তা দিয়ে অফিসে যায় । সেই রাস্তায় প্রতিদিন একজন ফকির এক জায়গায় বসে ভিক্ষা করে। একদিন লোকটি ফকির টিকে বলল
লোক: কি ব্যাপার প্রতিদিন দেখি আপনি একটা থালা নিয়ে ভিক্ষা করেন, আজকে দেখছি দুইটা থালা ব্যাপার কি???
ফকির: বাবা আপনাদের দোয়ার ইনকাম ভালই হচ্ছে তাই একটা শাখা খুললাম আর কি।
May 09
বেশি করে টানো
দুই পিচ্চি খেলছে। স্বভাবতই দুইটারই প্যান্ট নাই। হঠাৎ মেয়ে পিচ্চিটা ছেলে পিচ্চিটার ওইটা ধরে টানতে লাগলো।তখন ছেলে পিচ্চিটা মন খারাপ করে বললঃ টানো আরো বেশি করে টানো, নিজেরটা তো ছিড়ছো, এখন আসছো আমারটা ছিড়তে।
May 09
পাশ ফেল
বাবা-ছেলের মধ্যে কথা হচ্ছে—
বাবা: পরীক্ষায় এবার তুমি পাস-ফেল যাই করো না কেন, তোমাকে একটা সাইকেল কিনে দেব।
ছেলে: বাবা, তুমি খুব ভালো। তা কোন সাইকেল কিনে দেবে তুমি?
… বাবা: পাস করলে কলেজে যাওয়ার জন্য নতুন রেঞ্জার সাইকেল কিনে দেব।
ছেলে: আর যদি ফেল করি?
বাবা: তাহলে ভাঙাচোরা একটি সাইকেল কিনে দেব।
ছেলে: কেন?
বাবা: বাজারে ঘুরে ঘুরে যাতে তুমি দুধ বিক্রি করতে পারো।
May 09
মাছের মুখে হাসিনা-খালেদা
এক লোক একটি মাছ ধরল। বাসায় এসে পানি গরম করার জন্য পানির কল ছাড়ল, পানি নাই..চিন্তা করল, ভেজে খাবে। চুলা জ্বালাতে গেল, গ্যাস নাই…ভাবল, তাহলে ওভেনে রান্না করবে, দেখে কারেন্ট নাই…তখন ভেবে দেখল, তাহলে মাছ দিয়ে আর কী হবে। সে নদীতে গিয়ে ছেড়ে দিল মাছটাকে।
পানিতে পড়েই মাছটা চেঁচিয়ে উঠল, ‘বাংলাদেশ জিন্দাবাদ’, ‘হাসিনা-খালেদা জিন্দাবাদ।


