পঁচা বাসি গন্ধ

রতনের ছিল চারটা ছেলে। ছেলেগুলোর নামও ছিল আজব। পঁচা, বাসি, গন্ধ আর মুইতা। একবার রতনের বন্ধু বেড়াতে এলো বাড়িতে। গ্রামে আসতে তার বন্ধুকে অনেক পরিশ্রম করতে হয়েছে । বন্ধুর অনেক ক্ষুধা লাগলো এবং তাড়াতাড়ি খাবার চাইল।
রতনঃ একটু সময় দে, পোলাও কোরমা রান্না করি।
বন্ধু বললঃ আরে ওসব লাগবে না, যা আছে তাই দে।
রতন তখন তার ছেলেদের ডাকলঃ পঁচা,ভাত আন। বাসি,তরকারী আন।
ভাব ভাল না দেখে বন্ধু বললোঃ থাক দোস্ত আমি খাব না।
রতনঃ এতো কষ্ট করে এসেছো তোমাকে কি না খাইয়ে ছাড়বো? গন্ধ, ডাল আন। মুইতা, পানি আন ! বন্ধু পা ধরে মাফ চেয়ে দিল এক দৌড় ..

7 comments

Skip to comment form

    • raju on May 27, 2014 at 12:18 pm
    • Reply

    নামের কি মহিমা

    • Syed Samrat on July 1, 2014 at 4:22 am
    • Reply

    সুন্দর খুব সুন্দর জকেস…।

    • Kartick Sarkar on September 2, 2014 at 2:10 am
    • Reply

    সত্যি অপরূপ,খুব ভালোলেগেছে।

    • rahim on September 7, 2014 at 4:28 pm
    • Reply

    thanks a lot for or excellent jokes

    • SHANDHY on October 16, 2014 at 2:30 am
    • Reply

    ভাল লাগলো না :rose:

    • ariful islam on November 6, 2014 at 2:23 am
    • Reply

    অসাম হয়েছে…।

  1. Awsome

Leave a Reply to Syed Samrat Cancel reply

Your email address will not be published.